আসসালামু আলাইকুম,
একটা মাসয়ালা নিয়ে বিশেষ প্রয়োজনে আপনাকে মেসেজ করছি।
অনলাইন আরনিং বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক পেইড সফটওয়্যার লাগে সেই সফটওয়্যার গুলা চুরি করে বিভিন্নভাবে ফ্রিতে ব্যাবহার করা যায়, আবার অনেক সফটওয়্যার চুরি করে ব্যবহার করা যায়না সেগুলা ৩০-৪০ জন মিলে ক্রয় করে ব্যবহার করে (কোম্পানির একক ব্যবহারের দাম দিয়ে ক্রয় করে)
১/ এখানে বিভিন্ন কোম্পানি এর হক নষ্ট হবে কিনা?
২/ অনেক আলেমের মতে, আমরা এখন তাগুতের (সব সফটওয়্যারই অন্য ধর্মাবলম্বী দের তৈরি কারা) বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় আছি, যেহেতু মুসলিম এর বিরুদ্ধে তারা(বিভিন্ন কোম্পানি) বিভিন্ন যুদ্ধে সমর্থন করে। তাই হক নষ্ট হবেনা।
২নং মতের কোন যৌক্তিকতা আছে কিনা জানা খুব বেশী প্রয়োজন।
চুরি জিনিসটাই ইসলাম সমর্থন করে না। সেটা যে চুরিই হোক না কেন। মুসলমানদের জিনিস হোক বা অমুসলিমদের, কোন চুরিই বৈধ না। কাজেই এভাবে সফটওয়্যার চুরি করে চালান কোন ভাবেই বৈধ হবার সুযোগ নেই।
Please login or Register to submit your answer