অজুর পানি পান করার সম্পর্কে।

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাঅজুর পানি পান করার সম্পর্কে।
Mohammad Ali asked 5 years ago
আসসালামু আলাইকুম । জনাব , আমি মোহাম্মদ আলী , থানা রায়পুরা , জেলা নরসিংদী থেকে। অজু করার সময় কুলি কৃত পানি বা ফরজ গোসলের সময় কুলি কৃত পানি কি পান করা যাবে? একজনের কাছে শুনলাম, একজন লোক ফরজ গোসল করার সময় কুলি করতে মনে না থাকায় নামাজ পড়ার পর মনে হলো সে কুলি করেনি। পরে সে এক গ্লাস পানি পান করে আবার নামাজ পড়লো। এখন প্রশ্ন হলো , এমন করার দ্বারা তার গোসলের ফরজ আদায় হবে? এমনকি, শরির শুকিয়ে গেলেও? মেহেরবানী করে দলিল সহ বুঝিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো ।  মা আসসালাম।