কুরআনকে বিষাক্ত বলা সেই ডাচ এমপি ইসলামবিরোধী বই লিখতে গিয়ে নিজেই মুসলিম হলেন!

ডাচ পার্লামেন্টের কট্টরপন্থী সাবেক এমপি জোরাম ভ্যান ক্লাভেরেন (৩৯) ইসলাম গ্রহণ করেছেন।

জানা গেছে ইসলামবিরোধী বই লিখতে গিয়ে ইসলাম নিয়ে লেখা বিভিন্ন ধর্ম গ্রন্থ অধ্যয়ন করছিলেন। এক পর্যায়ে শান্তির এ ধর্ম সম্পর্কে তার ভুল ভাঙে।

হল্যান্ডে মহানবীকে (সা.) অবমাননা করে কার্টুন ছাপানো নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। তখন থেকেই তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করতে থাকেন এবং ২০১৮ সালের নভেম্বরে ইসলাম ধর্মগ্রহণ করেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় রেডিওতে একটি অনুষ্ঠানের সাক্ষাৎকার পর্বে জোরাম ভ্যান ক্লাভেরেন নিজের ইসলামধর্ম গ্রহণের ঘোষণা দেন।

অনুষ্ঠানে তাকে ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন,  বই লেখার সময় ইসলামধর্মের বিপক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করছিলাম আমি। গবেষণার এক পর্যায়ে উল্টো ইসলামের সৌন্দর্য অনুধাবন করে শান্তিরধর্ম ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এবং গবেষণারত থাকা অবস্থাতেই গত ২০১৮ সালের নভেম্বরে শাশ্বত ধর্ম ইসলাম গ্রহণ করেন।

ভ্যান ক্লাভেরেন দেশটির ফার-রাইট ফ্রিডম পার্টির (পিভিভি) এমপি হিসেবে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্লামেন্টে দায়িত্ব পালন করেন। অতীতে বিভিন্ন সময়ে তিনি ইসলামবিদ্বেষী বক্তব্য দিয়ে আলোচিত হয়েছিলেন।

হল্যান্ডের এনআরসি সংবাদপত্র জানাচ্ছে, জোরাম একবার বলেছিলেন, ‘ইসলাম মানেই হলো মিথ্যাচার’ এবং ‘কুরআন একটি বিষাক্ত গ্রন্থ।’

আগের এমন বক্তব্যের জন্য অনুশোচনা হচ্ছে কিনা সংবাদপত্রটির পক্ষ থেকে জানতে চাওয়া হলে, জোরাম বলেন, ‘ওই বক্তব্য খুবই ভুল ছিল। আমাদের দলের (পিভিভি) নীতিই ছিল যা কিছু মন্দ তার সাথে কোনো না কোনোভাবে ইসলামকে জড়িয়ে ফেলা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *